টার্মস এন্ড কন্ডিশনস

আমাদের ম্যাট্রিমনি প্ল্যাটফর্মে স্বাগতম। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের সকল শর্তাবলীতে সম্মতি প্রকাশ করছেন। অনুগ্রহ করে সম্পূর্ণ শর্তসমূহ মনোযোগ দিয়ে পড়ুন।

( 1 ) - ইউজারের দায়িত্ব

1. ইউজার কর্তৃক প্রদত্ত সকল তথ্য সত্য, সঠিক ও হালনাগাদ হতে হবে।

2. ভুয়া তথ্য, ভুয়া ছবি বা অন্যের পরিচয় ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

3. নিজের অ্যাকাউন্টের নিরাপত্তা (ইউজারনেম, পাসওয়ার্ড) রক্ষা করা ইউজারের নিজ দায়িত্ব।

( 2 ) - গোপনীয়তা ও তথ্য সুরক্ষা

1. আমরা ইউজারদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি।

2. আইনগত বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা ইউজারের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করতে পারি।

3. ইউজার নিজ দায়িত্বে তার প্রোফাইল পাবলিশ করার মাধ্যমে সকলের জন্য তার তথ্য প্রকাশ করবে।

( 3 ) - ম্যাচিং এবং যোগাযোগ

1. আমরা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করি।

2. ইউজারদের মধ্যে যোগাযোগ, সাক্ষাৎ বা বিবাহ সংক্রান্ত সিদ্ধান্তের জন্য প্ল্যাটফর্ম কোনোভাবে দায়ী থাকবে না।

3. ইউজাররা নিজ ঝুঁকিতে অন্য ইউজারের সাথে যোগাযোগ করবেন এবং তথ্য যাচাই করবেন।

4. যে কোনো ধরনের প্রতারণা বা অসদাচরণের জন্য প্ল্যাটফর্ম দায়ী থাকবে না।

5. ইউজারদের সাথে কেউ যোগাযোগ করলে ৩ কার্যদিবসের মধ্যে ইউজারদের হ্যাঁ/না/অন্য কোন নির্দিষ্ট উত্তর জানিয়ে দিতে হবে । কোনভাবেই যোগাযোগ করা পর ঝুলিয়ে রাখা যাবে না ।অবৈধ সম্পর্কের মত করে টেক্সট/ফোন কলে কথা বলা যাবে না । আগে পরিচয় হবো , বুঝার চেষ্টা করবো , এরপরে বিয়ের জন্য চিন্তা করবো এমন কোন ধরনের ধরনের আচরণ পাওয়া গেলে সাথে সাথে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । ( ওয়েবসাইট থেকে ব্যান করে দেয়া হবে ) । তিনি যদি কোন সাবক্রিপশন পারসেস করে থাকেন সেটাও বাতিল করে দেয়া হবে ।

( 4 ) - নিষিদ্ধ কার্যকলাপ

1. কোন ধরনের প্রতারণা, অশালীন ব্যবহার, হয়রানি, হুমকি, ব্ল্যাকমেইল বা অবৈধ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ।

2. বাণিজ্যিক বিজ্ঞাপন, স্প্যাম বা অনুমতি ছাড়া কোনো লিংক শেয়ার করা যাবে না।

3. ইউজারদের সাথে কেউ যোগাযোগ করলে ৩ কার্যদিবসের মধ্যে ইউজারদের হ্যাঁ/না/অন্য কোন নির্দিষ্ট উত্তর জানিয়ে দিতে হবে । কোনভাবেই যোগাযোগ করা পর ঝুলিয়ে রাখা যাবে না ।অবৈধ সম্পর্কের মত করে টেক্সট/ফোন কলে কথা বলা যাবে না ।আগে পরিচয় হবো , বুঝার চেষ্টা করবো , এরপরে বিয়ের জন্য চিন্তা করবো এমন কোন ধরনের ধরনের আচরণ পাওয়া গেলে সাথে সাথে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । ( ওয়েবসাইট থেকে ব্যান করে দেয়া হবে ) । তিনি যদি কোন সাবক্রিপশন পারসেস করে থাকেন সেটাও বাতিল করে দেয়া হবে ।

( 5 ) - অ্যাকাউন্ট বাতিল বা স্থগিত

1. এই শর্ত লঙ্ঘন করলে আমরা যেকোনো সময়, কোনো পূর্ব নোটিস ছাড়াই, ইউজারের অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করার অধিকার সংরক্ষণ করি।

( 6 ) - পেমেন্ট ও রিফান্ড পলিসি

1. সাবস্ক্রিপশন বা প্রিমিয়াম সার্ভিস একবার চালু হলে তা সাধারণত রিফান্ডযোগ্য নয়।

( 7 ) - দায়মুক্তির ঘোষণা

1. প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে সৃষ্ট যেকোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

2. ব্যবহারকারীদের মধ্যকার ব্যক্তি-ব্যক্তি লেনদেন বা সিদ্ধান্তের জন্য আমরা কোন দায় নেব না।

( 8 ) - সেবার পরিবর্তন বা বন্ধ

1. আমরা সময়ে সময়ে ওয়েবসাইটের যেকোনো সেবা পরিবর্তন, আপডেট বা বন্ধ করার অধিকার রাখি।

( 9 ) - শর্তাবলীর হালনাগাদ

1. এই শর্তাবলী যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

2. পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে।

( 10 ) - সম্মতি

1. এই প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলী সম্পূর্ণরূপে মেনে নিতে সম্মত হচ্ছেন।

আমাদের সম্পর্কে আরও কোন তথ্য জানার আছে ? যোগাযোগ করতে পারেন ইনশা আল্লাহ ।