প্রশ্ন উত্তর

দ্বীনদার পার্টনার ডট কম ওয়েবসাইটটি আসলে কি?

✓ এটি একটি ইসলামিক ম্যাটরিমনি ওয়েবসাইট।এখানে জেলা ,বিভাগ ও পড়াশুনার মাধ্যম ভিত্তিক দ্বীনদার পাত্র পাত্রীর বায়োডাটা খোঁজা ও পড়া যায়। একই সাথে দ্বীনদার পাত্র-পাত্রী চাইলে ওয়েবসাইটে বায়োডাটা তৈরি করে জমা দিতে পারে।

ওয়েবসাইটে বায়োডাটা জমা দিতে কি কোন ফি লাগে?

✓ আমরা এখন পর্যন্ত কারো কাছ থেকে কোন টাকা নিচ্ছি না।আপনি বিনামূল্যে আমাদের ওয়েবসাইটে বায়োডাটা বানাতে পারবেন ইনশা আল্লাহ!

বায়োডাটা তৈরি করার জন্য কোনো বিশেষ শর্ত আছে?

✓ আমাদের ওয়েবসাইটে বায়োডাটা তৈরি করতে হলে পুরুষ হলে আপনাকে ৫ ওয়াক্ত নামাযী হতে হবে।ওয়াজিব দাড়ি সুন্নতি পদ্ধতিতে বড় থাকতে হবে।টাখনুর উপর কাপড় পরতে হবে অন্যদিকে নারী হলে ৫ ওয়াক্ত নামাযী হতে হবে। নিকাব” সহ ফরজ পর্দানশীন হতে হবে। এবং উভয় পক্ষে অভিভাবকের অনুমতি প্রয়োজন

আমি এইসব শর্ত পূরণ করতে পারছি না,আমি কি আপনাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দিতে পারবো?

✓ না পারবেন না।আপনি যদি নুন্যতম শর্ত পূরণ করতে না পারেন তাহলে আমরা আপনার বায়োডাটা গ্রহণ করবো না।আমরা শুধু সিলেক্টিভ অডিয়েন্স(প্রাক্টিসিং মুসলিমের) জন্য কাজ করবো ইনশাআল্লাহ্‌।

আমি ৫ ওয়াক্ত নামায আদায় করি, কিন্ত আমি সুন্নতী দাঁড়ি রাখি নি, আমি কি বায়োডাটা আপলোড করতে পারবো?

✓ না পারবেন না, আপনি বায়োডাটা আপলোড করলে এপ্রুভ করা হবে না। যাদের ওয়াজিব দাঁড়ি সুন্নতী পদ্ধতিতে আছে শুধু তাদের বায়োডাটা এপ্রুভ করা হবে।

আমি ৫ ওয়াক্ত নামায আদায় করি ,এবং আমি বোরকা ও হিজাব পরি কিন্তু নিকাব পরি না। আমি কি বায়োডাটা জমা করতে পারবো?

✓ না পারবেন না, আপনি বায়োডাটা আপলোড করলে এপ্রুভ করা হবে না। যারা নিকাব সহ বোরকা পরেন শুধু তারা বায়োডাটা আপলোড করতে পারবেন।

আমি আপনাদের শর্ত পূরণ করতে পারবো এখন কিভাবে আপনাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দিব?

✓ যেভাবে বায়োডাটা জমা দিবেন তার ভিডিও টিউটরিয়াল(অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তা নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে-লিংক-

আমার অভিভাবক আমার বিয়েতে রাজি নয় অথবা আমি ওয়েবসাইটে বায়োডাটা আপলোডের অনুমতি নেই নি, আমি কি বায়োডাটা জমা দিতে পারবো?

✓ না পারবেন না। আপনি পাত্র/পাত্রী যেই হোন না কেন, ওয়েবসাইটে বায়োডাটা আপলোড করতে হলে অবশ্যই আপনার অভিভাবকের অনুমতি নিতে হবে। তাছাড়া আমরা বায়োডাটা এপ্রুভ করতে পারবো না।

একজনের বায়োডাটা কি আরেকজন তৈরি করতে পারবে?

✓ আমাদের বায়োডাটা ফর্মে অনেক ব্যক্তিগত প্রশ্ন আছে, যেগুলোর উত্তর শুধু একমাত্র পাত্র-পাত্রী নিজেই ভাল জানেন।পরিবারের অন্য কেউ যদি ফর্মটি তৈরি করে দেন তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর অনেকটা সত্য হলেও কিছু ত্রুটি থেকে যাবে।এজন্য আমরা প্রাফার করি যে, যিনি পাত্র-পাত্রী তিনিই উত্তর গুলো প্রদান করুক।

আপনাদের ওয়েবসাইট থেকে খোঁজ পেয়ে বিয়ে হলে বিয়ের পরবর্তী সময়ে কি আপনারা কোন অর্থ দাবি করেন?

✓ জি না।আমাদের মাধ্যমে খোঁজ পেয়ে বিয়ে সম্পূর্ণ হলেও আমরা কোন অর্থ দাবি করি না।

তাহলে কি আপনাদের ওয়েবসাইট ব্যবহারে কোন ধরনের অর্থই প্রদান করতে হয় না?

✓ জি করতে হয়।আমরা শুধুমাত্র বায়োডাটার অভিভাবকের যোগাযোগ নাম্বারের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করে থাকি তবে এটিও পাত্র-পাত্রীর যোগাযোগ নাম্বারের সিকিউরিটি হিশেবে।আমরা ইচ্ছা করলে এটিও ফ্রিতে করে দিতে পারি তবে এক্ষেত্রে যোগাযোগ নাম্বারের কোন ধরনের সিকিউরিটিই থাকবে না।এ ক্ষেত্রে দেখা যাবে বিয়েতে অনাগ্রহী অনেকেই যোগাযোগ নাম্বার নিয়ে ফেতনা ছড়াবে।আমাদের উদ্দেশ্য ফেতনা মুক্ত হয়ে বিয়েকে সহজ করা।

Deendarpartner.com ওয়েবসাইটে বায়োডাটা জমা দেয়ার নুন্যতম বয়স কত?

✓ আমাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দিতে হলে অবশ্যই ন্যূনতম-পুরুষদের ক্ষেত্রে-২১ হতে হবে।এবং নারীদের ক্ষেত্রে-১৮ হতে হবে।

আপনার জীবনসঙ্গীকে ডাউনলোড করে নিন !

দ্বীনের সাথেই থাকুন, সম্পন্ন দিন, প্রতিদিন

Developed By :Md. Hasib Imam

Amar Pay